তিনদিন বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা
প্রকাশিত : ২১:৪০, ১৫ জুন ২০১৯

আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাত বৃদ্ধি ও তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘন্টার আবাহওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাং বঙ্গপসাগরে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এ পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় সেই সাথে খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামীকাল ঢাকার সূর্যদয় ভোর ৫টা ১১ মিনিট এবং সূর্যাস্ত ৬ টা ৪৮ মিনিট। ঢাকার বাতাসে গতি ও দিক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার যা অস্থায়ী দমকা হাওয়ায় ঘন্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বৃদ্ধি হতে পারে। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭১ শতাংশ।
এমএস/আরকে
আরও পড়ুন