ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

দিলীপ কুমার-সায়রা বানুর বিবাহবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:০২, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বিবাহিত জীবনের ৫০ বছর পূর্ণ করলেন দিলীপ কুমার সায়রা বানু। ১২ অক্টোবর ছিল তাঁদের ৫১ তম বিবাহ বার্ষিকী।

বিশেষ এই দিনটিতে পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। ‍ঘরোয়া আয়োজনের অনুষ্ঠানটি হয় পালি হিলের বাড়িতে। কয়েকমাস আগে এই বাড়িটি ফিরে পান দিলীপ কুমার। অনুষ্ঠান নিয়ে সায়রা বানু টুইটবার্তা করেন।

তিনি লেখেন, পরিবার সদস্য, বন্ধুবান্ধব ও ফ্যানদের ধন্যবাদ। অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তাঁরা।

১৯৬৬ সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে হয় দিলীপ কুমারের। তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। ১৯৯৮ সালে কিলা ছবিতে শেষবার দেখা গেছিল দিলীপ কুমারকে। সূত্র : ইন্ডিয়ান টাইমস

 

এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি