ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দীর্ঘ ৪৩ বছর পর রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন

প্রকাশিত : ১১:৫৪, ২২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:৫৪, ২২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দীর্ঘ ৪৩ বছর পর রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। পরিকল্পনা কমিশনের পাশের ভবন থেকে শুক্র ও শনিবার অফিস স্থানান্তরের কার্যক্রম শেষে নতুন উদ্যমে পথচলা সাংবিধানিক প্রতিষ্ঠানটির। নিজস্ব ভবনে এবার কমিশনের কাজের গতি আরো বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিস্টদের। এদিকে আগামী দিনে নতুন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে নিরপেক্ষভাবে কাজ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। স্বাধীনতার পর ১৯৭৩ সালের শেষ দিকে পরিকল্পনা কমিশনের ৫ ও ৬ নম্বর ব্লকে কাজ শুরু করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এর পর থেকে গত ৪৩ বছর এই কার্যালয়টি ব্যবহার করে আসছিলো নির্বাচন কমিশন। তবে সেই মায়ার বন্ধন, চিরচেনা সেই সিড়ি, মিডিয়া সেন্টারসহ প্রতিটি স্মৃতি পেছনে ফেলে নতুন ভবনে পথ চলা। শুক্র ও শনিবার দিনব্যাপি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যবান ফাইল ও আসবাবপত্র স্থানান্তর করা হয় নতুন ভবনে। ২১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন ভবনের নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের ৬ মাস আগেই কমিশন সচিবালয় স্থানান্তর হওয়ায় এখনো বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তবে প্রস্তুত করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের আলাদা আলাদা কক্ষ। পুরনোকে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে কাজ করার প্রত্যাশা কর্মকর্তাদের। এদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন কমিশনার বিদায় নেবেন। আর নতুন ইসি গঠন নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। তাই সেই কমিশনের কাছে নতুন কিছু প্রত্যাশা এই বিশ্লেষকের। রাজনৈতিক দলগুলোও সংকট কাটিয়ে নতুন কমিশনকে সহযোগিতা করবে, আর প্রতিষ্ঠানটি হয়ে উঠবে গণতন্ত্রের বাতিঘর এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি