ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

জাপান সাগরে স্বল্প মাত্রার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলের ওনসেন শহর থেকে ছুঁড়া মিসাইল দুটি ৪৩০ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। 

তবে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকাশি ইওয়া জানিয়েছেন, মিসাইল দুটি তাদের জলসীমায় পড়েনি। পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন তিনি।

আগামী আগস্টে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া হওয়ার পরিকল্পনা রয়েছে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-থেকে মহড়ার প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দেয়া হয়। তাদের অভিযোগ এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ব্যহত হবে। 

উল্লেখ্য, গত ৯ মে উত্তর কোরিয়া সর্বশেষ স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি