দেশি-বিদেশি বিভিন্ন সংবাদপত্রের পাতায় পাতায় উঠে আসে বায়ান্নোর ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলি
প্রকাশিত : ১২:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
দেশি-বিদেশি বিভিন্ন সংবাদপত্রের পাতায় পাতায় উঠে আসে বায়ান্নোর ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলি। একেবারে শুরু থেকেই বাঙালিদের যৌক্তিক দাবির পক্ষে সরব ছিলো বেশিরভাগ পত্রিকা। তবে উল্টো চিত্র উঠে আসে পাকিস্তানি শাসকদের তাবেদারি করা কিছু সংবাদপত্রে। রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ অনেক সংবাদপত্রেই হচ্ছে না বলে মনে করেন বিশিষ্ঠজনেরা।
পাকিস্তান সৃষ্টির পর পরই সেই ৪৮ সাল থেকেই শুরু হয় বাংলা ভাষার বিরুদ্ধে পাকিস্তানি শাসকদের ষড়যন্ত্র। সেই থেকেই রাষ্ট্রভাষার দাবিতে সোচ্চার হয়ে ওঠে আপমর জনতা। সেদিনের সংবাদপত্রেও উঠে আসে বাঙালির ভাষা আন্দোলনের যৌক্তিকতা।
দৈনিক আজাদ, সংবাদ এবং ইনসাফ পত্রিকায় ছাপা হতো ভাষা আন্দোলনের সংবাদ। ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে কোলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার ও অমৃতবাজার এবং স্বাধীনতার মতো পত্রিকাতেও উঠে আসে ভাষা আন্দোলনের খবর। তবে পাকিস্তানি শাসকদের তাবেদারি করা কিছু পত্রিকায় বাঙালির এই আন্দোলনকে বিকৃতভাবেও তুলে ধরা হয়েছে।
রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। ভাষার মাসে সরব হয়ে ওঠে পত্রিকাগুলো। অনেক গণমাধ্যমে বাংলা ভাষার সঠিক প্রয়োগ ও শুদ্ধ বানান অনুসরণ হয় না বলে মনে করেন অনেকেই।
গণমাধ্যমে ভাষার সঠিক ব্যবহার ও শুদ্ধ উচ্চারণের তাগিদ বিশেষজ্ঞদের।
আরও পড়ুন