ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

দেশে ২০১৬ সাল পর্যন্ত মোট জনসংখ্যা ছিলো ১৬ কোটি আট লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ২৯ মে ২০১৭ | আপডেট: ২১:৪৮, ২৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

দেশে ২০১৬ সাল পর্যন্ত মোট জনসংখ্যা ছিলো ১৬ কোটি আট লাখ। এর মধ্যে পুরুষ ও মহিলার সংখ্যা প্রায় সমান। সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে দেশের মানুষের আয়ুষ্কাল। শিক্ষার হার বেড়ে হয়েছে ৭১ ভাগ। রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে, এমএসভিএসবি প্রকল্পের রিপোর্টে এমন তথ্য প্রকাশ করেছে, পরিসংখ্যান ব্যুরো। 
সব মিলিয়ে, দেশের ২ হাজার ১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করে, দ্বৈত পদ্ধতিতে প্রতিবছর এই রিপোর্ট প্রকাশ করে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

এবারের রিপোর্টে বলা হয়েছে, গত বছর পর্যন্ত দেশের মোট জনসংখ্যা ছিলো ১৬ কোটি ৮ লাখ। পর্যালোচনায় দেখা যায়, গত দশ বছরে জনসংখ্যা বেড়েছে এক কোটি। তবে, এই সময়ে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।
শিক্ষার হার বেড়ে হয়েছে ৭১ ভাগ। কমেছে মাতৃ ও শিশু মৃত্যুর হারও। পরিসংখ্যান ব্যুরো বলছে, আগের তুলনায় স্বাস্থ্য সেবা খাতে যথেষ্ঠ উন্নতি হয়েছে।
নিরাপদ টয়লেট সুবিধা পৌঁছেছে ৭৫ ভাগ মানুষের কাছে। বেড়েছে গড় আয়ু।
সিংক: কে এম মোজাম্মেল, সচিব, পরিসংখ্যান ও তথ্য বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়
প্রকল্পের পরিকল্পনা গ্রহণে, সঠিক তথ্য ও উপাত্ত থাকা অন্যতম প্রধান শর্ত। তাই, বিবিএস এর পদ্ধতিগত দিক থেকে আরো আধুনিকায়ন প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আসন্ন বছরগুলোতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে আরো আধুনিক পদ্ধতি অবলম্বনের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি