ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

দোহারে এয়ারটেলের মাঠকর্মীকে কুপিয়ে জখম, আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ১৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে এয়ারটেল সিম কোম্পানী’র নিপা (২৫) নামে এক মাঠকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে জাহিদ নামে এক বখাটে।  

বুধবার দুপুরে উপজেলার মালিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা বখাটে জাহিদকে (২৫) গণপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছেন। আহত নিপা নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার মৃত ইলিয়াস মোল্লার স্ত্রী বলে জানা গেছে । ঘাতক জাহিদ মালিকান্দার আবেদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ দীর্ঘদিন ধরে নিপাকে উত্যক্ত করছিলেন। এ ঘটনায় নিপা তার আত্মীয় মালিকান্দার মামুনকে জানান। মামুন বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে জাহিদকে ডেকে নিপাকে উত্যক্ত করতে নিষেধ করেন। এ সময় নিপা সেখানে উপস্থিত ছিলেন ।

এ ঘটনার জাহিদ ক্ষিপ্ত হয়ে নিপাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা এগিয়ে এসে জাহিদকে গণপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেন এবং আহত নিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণের নির্দেশ দেন।

এ ব্যাপারে দোহার থানার এস আই হামিদ এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় স্থানীয়রা জাহিদ নামে একজনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছেন।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি