ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পশুবাহি ট্রাক যাত্রীবাহী পরিবহনের বাড়তি চাপে দৌলতদিয়া ফেরিঘাট পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন।

এতে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের কিলোমিটারেরও বেশি এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে চালক যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এর মধ্যে পশুবাহি ট্রাকের সংখ্যাই বেশি।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০ টি ফেরি রয়েছে। বর্তমান ১৬টি ছোট-বড় ফেরি চলাচল করছে। পশুবাহি ট্রাক যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি