ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মিয়ানমারের প্রতিনিধি দল

প্রকাশিত : ১৭:৪৫, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৪৫, ২০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়ার বালুখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, মিয়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল । মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত করতে এই প্রতিনিধি দলটি সকালে উখিয়া যান। এরপর তারা নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানান রোহিঙ্গারা।  এর আগে গতকাল প্র্রতিনিধি দলটি রোহিঙ্গাদের খোঁজ খবর নেন। পরে তারা জেলা প্রশাসকের সঙ্গে দু’দেশের সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। দলটি আগামীকাল বালুখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। তদন্ত দলের নেতৃত্ব  দিচ্ছেন জ্যং মিন্ট।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা তাদের সাথে রয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি