ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

দ্বিতীয় মেয়াদে অনুমোদন পেলেন গুতেরেস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭, ১৯ জুন ২০২১ | আপডেট: ০৮:২১, ১৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

জাতিসংঘে দ্বিতীয় মেয়াদে মহাসচিব হিসেবে সাধারণ পরিষদের অনুমোদন পেলেন আন্তোনিও গুতেরেস। এর আগে, তাকে মহাসচিব হিসেবে পুনরায় নির্বাচিত করতে সুপারিশ করে নিরাপত্তা পরিষদ। এ খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার (১৮ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নিয়োগে সম্মতি দিয়েছে। ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদ শুরু হবে আন্তোনিও গুতেরেসের।

চলতি মাসের প্রথম দিকে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচনের জন্য সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ। পরে সেই প্রস্তাব সাধারণ পরিষদের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য।

জানা গেছে, এ বছর মহাসচিব পদে প্রার্থীর দৌঁড়ে ছিলেন অন্তত ১০ জন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়া হয়নি। ফলে তারা কেউ আর প্রার্থী হতে পারেননি।

উল্লেখ্য, ৭২ বছর বয়সী গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি