ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা যেন কেউ না করে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ১৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:০২, ১৩ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা যেন কেউ না করে, দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবারো বলেছেন, নববর্ষ ও মঙ্গলশোভাযাত্রার সাথে ধর্মীয় কোনো সংঘাত নেই। সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় একসাথে কাজ করার আহবান জানান তিনি। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বেগুনবাড়ি খালসহ হাতিরঝিলে সৌন্দর্য বাড়াতে শত কোটি টাকার দুটি নতুন স্থাপনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংস্কৃতিক আয়োজনের জন্য লেকের ওপর নির্মিত অ্যাম্পিথিয়েটার ও দৃষ্টিনন্দন লেজার লাইট ও পানির মিউজিক্যাল ফোয়ারা ফাউন্টেইনের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। নববর্ষের উৎসব উদযাপন নিয়ে কেউ যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা না করে সেদিকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সাথে ধর্মের কোনো সম্পর্ক বা সংঘাত নেই। কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য ইসলাম ধর্ম কলুষিত হচ্ছে।

পরে জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। .

এসময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।

দেশের উন্নয়ন অগ্রযাত্রা যাতে কেউ ব্যহত করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি