ধর্ষণ মামলার বিচারে বিভিন্ন সংগঠনের কর্মসূচি (ভিডিও)
প্রকাশিত : ১৬:২৬, ৯ অক্টোবর ২০২০ | আপডেট: ১৬:২৭, ৯ অক্টোবর ২০২০

ধর্ষণ মামলার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবিতে আজও কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবিতে অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের এই কর্মসূচি। সমাবেশ থেকে নারী নিপীড়ন ও যৌন সন্ত্রাস বন্ধের দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, যৌন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ এটাই আমরা চাই।
নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের সমালোচনা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা এসব অপরাধ ঘটাচ্ছে সেই অপরাধীরা ক্ষমতাসীনদের দ্বারা প্রশয় পাচ্ছে। যার ফলে এই পন্থা অবলম্বন করতে তারা আরও বেশি উৎসাহিত হচ্ছে।
এদিকে, ডাকসুর সাবেক ভিপি নুর ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা নারী নির্যাতনের মামলায় আসামীদের আইনের আওতায় আনার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে চলছে অনশন।
অনশনের একজন জানান, মামলা করার ১৮ পরও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করা হয়নি। সেজন্য আমরা আজ রাস্তায় অবস্থান কর্মসূচি নিয়েছি। ধর্ষক ও ধর্ষণে যারা সহযোগিতা করেছে প্রত্যেকেরই বিচার আমরা দাবি করছি।
অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
এএইচ/এমবি
আরও পড়ুন