ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

নতুন আরো একটি বন্দর বঙ্গোপসাগরের তীর ঘেষেই গড়ে তোলা হচ্ছে

প্রকাশিত : ১২:৩২, ৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৩৪, ৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরের তীর ঘেষেই গড়ে তোলা হচ্ছে নতুন আরো একটি বন্দর। বে টার্মিনাল নামে সম্প্রসারিত এই বন্দরে থাকছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। ভিড়তে পারবে একসাথে ৫০টি জাহাজ। নতুন এই বন্দর নির্মাণের জন্যে ইতিমধ্যে শুরু হচ্ছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। ২০২১ সালের মধ্যে এই বন্দর নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করছেন বন্দর সংশ্লিষ্টরা। বন্দর নিয়ে ৩ পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে প্রতিবছরই বাড়ছে দেশের আমদানী-রফতানী বাণিজ্য। চলতি বছর বন্দরে হ্যান্ডেলিং করা হয় ৫১ মিলিয়ন টন পণ্য। আগামী বছরের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ মিলিয়ন টন। ক্রমাগত চাহিদা বেড়ে যাওয়ায় ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গোপসাগরের উপকূলে ৯শ’ একর জমিতে নতুন আরো একটি বন্দর গড়ে তোলার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে নতুন এই বন্দর নির্মাণের জন্যে শুরু হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ।  এ জন্যে নিয়োগ দেয়া হয়েছে একটি বিদেশী পরামর্শক প্রতিষ্ঠানকে। আগামী বছরের মে মাসের মধ্যে সম্ভাবতা যাচাইয়ের প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে বন্দর কর্মকর্তারা। এছাড়া সীতাকু--মিরসরাইয়ের মাঝামাঝি মধ্যম আকারের আরো একটি বন্দর নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান বন্দর চেয়ারম্যান। নতুন এসব বন্দর নির্মিত হলে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি