ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

নতুন বাজেটে সাধারণ মানুষের চিন্তার প্রতিফলন ঘটছেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২৬ মে ২০১৭ | আপডেট: ১১:৫২, ২৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

নতুন বাজেট ঘোষণার সময় কাছাকাছি চলে এলেও খেটে খাওয়া সাধারণ মানুষের এনিয়ে খুব একটা আগ্রহ নেই। অনেকে তেমন কিছু জানেনও না। তবে আকারে ছোট বা বড় যে মাপেরই হোক; বাজেটে সাধারণ মানুষের চিন্তার প্রতিফলন ঘটছেনা বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদরা। যতটুকু বরাদ্দ হয় দূর্নীতির কারণে তার সুফল মিলছে না, বলেও মত তাদের।
বাজেট আসে বাজেট যায়, দ্রব্য মূল্যের দাম কমে-বাড়ে। খেটে খাওয়া মানুষের খাটুনিও বেড়ে যায়। নাগরিক হিসেবে সমান অধিকার হলেও বাজেটে সবার অধিকার সংরক্ষণ হচ্ছেনা বলেই মনে করেন শ্রমজীবী-মেহনতিরা। আর তাই, বাজেট নিয়ে খুব একটা মাথা ব্যাথা নেই দরিদ্র জনগোষ্ঠিীর।
তবুও জানতে চাওয়া হয় বাজেটে কি চান তারা। গার্মেন্ট কর্মী রীনা আর খাদিজার উত্তর-জিনিসপত্রের দাম আর বাসা ভাড়া কমানোর বাজেট যেন হয় এবার।
রিক্সা, সিএনজি অটোরিক্সা ও প্রাইভেট কার চালকসহ প্রান্তিক মানুষেরও চাওয়া, কমানো হোক দ্রব্যমূল্য।
সাধারণ মানুষকে বাজেটে সর্ম্পৃক্ত করতে পদ্ধতিগত কিছু সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এসব মানুষের জন্য বরাদ্দ বাড়াতে উদ্বৃত্ত রাজস্ব প্রয়োজন বলেও মত তাদের।
বাজেটপূর্ব আলোচনায় প্রভাবশালীরা সাধারণ মানুষের চেয়ে নিজেদের শ্রেণী-গোষ্ঠীর স্বার্থ হাসিলের চেষ্টা করে বলেও মনে করেন দুই অর্থনীতিবিদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি