ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

নতুন লুকে শাকিব খান, ছেলের সঙ্গে ছবি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১২:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে একসঙ্গে কেক কেটেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। 

শাকিব-অপুর ছেলে জয়ের বয়স আট বছর পূর্ণ হয়েছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। ছেলের জন্মদিনে হাজির হয়েছিলেন শাকিব খান। দুইমাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।

এদিন তাকে দেখা যায় ভিন্ন লুকে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, এটি হয়ত শাকিবের নতুন ছবির জন্য কোনো নতুন লুক।

সেই সময়ের তিনটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন অপু। যেখানে দেখা যায় শাকিবের সঙ্গে কেক কাটছে জয়। অন্য একটি ছবিতে দেখা যায় বাবাকে আদর করছে শাকিব পুত্র। 

ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন, ‘বাবা-ছেলে যখন এক টিমে থাকে তখন কেকও আরও মিষ্টি হয়ে যায়।’

উল্লেখ্য, অপু বিশ্বাসের বেশিরভাগ সিনেমা শাকিব খানের সঙ্গে। সিনেমায় অভিনয় করতে গিয়েই শাকিবের প্রেম। এই দুই তারকা ২০০৮ সালে গোপনে বিয়ে করেন।  ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয়। 

এরপর ২০১৭ সালের বিচ্ছেদ হয় শাকিব-অপুর।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি