ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৫:৩৪, ১৬ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

দেশকে স্বাধীন করার প্রস্তুতি বঙ্গবন্ধু অনেক আগেই নিয়েছিলেন; কারো বাঁশির ফুঁয়ে স্বাধীনতা আসেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁও-এ মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বাধীনতার চেতনা ধ্বংষ করতেই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

জনসাধারণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি তহবিল থেকে দেয়া ১০২ কোটি টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন। নয়তলা এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে দেয়া ভাষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এরপর ইতিহাস পাল্টে দেয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাঙালী জাতিকে বঙ্গবন্ধুই শুধু স্বাধীনতার স্বপÍই দেখাননি, তার নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ।

৭৫এর পর একটি প্রজনছ মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস চর্চার ভেতর দিয়ে বেড়ে উঠেছে উল্লেখ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।


আরও দেখুন (ভিডিও)


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি