ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নবাবগঞ্জে পুকুরে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৮:২৭, ১৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় শুভ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা সদর আমীরপুর গ্রামে জাবগাড়া নামে একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। মৃত. শুভ জালালপুর গ্রামের মৃত আলমগীরের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ এসআই মো. মাহবুবুর রহমান বলেন, শুভ গতকাল রাত থেকে নিখোঁজ ছিল। বুধবার দুপুরে স্থানীয়রা তার লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে পূর্বে আঘাতজনিত হাতে সেলাই করা ও ব্যান্ডেজ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

শুভ’র চাচা সালাউদ্দিন জানায়, কয়েকদিন আগে আমীরপুর গ্রামের ৩/৪ জন মাদক ব্যবসায়ী শুভ’র হাতে ধারালো অস্ত্র  দিয়ে কুপায় এবং শুভকে মেরে ফেলার চেষ্টা করে। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়েছে। এলাকাবাসী জানান, শুভ মাদকের সাথে জড়িত ছিল।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি