ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

নবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশিত : ২২:০৬, ১১ জুলাই ২০১৯ | আপডেট: ২২:৫৪, ১১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

"জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে দিবস উপলক্ষে র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান অংশ গ্রহণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোছাঃ সেলিনা খাতুন, ইউ,পি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, মোঃ এনামুল হক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি