ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৮, ৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জের তিনটি ইটভাটার ২০০ কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে গঠিত বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বান্দুরা ইউনিয়নের চানলাই এলাকায় অবস্থিত ইটভাটা থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 
 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। নবাবগঞ্জ উপজেলা পরিষদ এতে অর্থায়ন করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ন কবির, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, মো. নাসির উদ্দীন, যুবলীগ নেতা অনুপম দত্ত নিপু, বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তাসদীদ আহমেদ, মনোয়ার মৃধা জনি, নাহিদুল হুদা সাজু, জামান খান প্রমুখ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি