ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

নবাবগঞ্জে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধন

প্রকাশিত : ১৮:১৬, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গলবার সকাল ১১টায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ মসজিদ মার্কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মল্লিকা সেহনবীশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জণস্বাস্থ্য প্রকৌশলী আমির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. রুহুল আমিন প্রধান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার ৯টি ইউনিয়নে ১৮টি ডিলারের মাধ্যমে চাউল ১০ টাকা কেজি দরে বিক্রয় করা হবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি