ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নবীনগরে বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামে বন্যার পানিতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ১২ একর জমির ফসল তলিয়ে গেছে। 

জমির মালিক মো. জাকির হোসেন জানান, ‘তিনি ৮ বিঘা জমি চাষাবাদের জন্য কৃষ্ণনগর গ্রামের মো. আমজাত হোসেনের কাছ থেকে তিন বছরের জন্য লিজ নেন। জমিতে ধনিয়া পাতা, চাল কুমড়া, শশা, কড়লা, বরবটি ও লাউ চাষ করেন। ফলন হয়েছিল বাম্পার। কিন্তু দেশে মহামারি করোনার কারণে বাজার মূল্য কম থাকায় লাভবান হতে পারেননি। তারপরও নতুন করে বরবটি ও লাউ আবাদ করেন। পূর্বের ন্যায় ফলন ভাল হলেও বাধ সাধে বন্যা।’ 

অতি বৃষ্টিতে সকল ফসল তলিয়ে যায়। এতে তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ধারদেনা করে প্রয়া ৫ লাখ টাকা জমিতে বিনিয়োগ করেছিলেন। এখন দিশেহারা হয়ে পড়েছেন, এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা কামন করেন তিনি। 

এ ব্যাপারে নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের উপসহকারী-কৃষি কর্মকর্তা বলেন,‘আমরা কৃষকের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে কর্মকর্তদের কাছে পাঠিয়েছি। সরকার থেকে যদি কোন প্রণোদনা দেওয়া হয়, তাহলে আমরা কৃষকের তালিকা করে তাদের মাঝে প্রদান করব।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি