ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

নর্থ কারোলিনায় আঘাত হেনেছে ‘ইসাইয়াস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নর্থ কারোলিনায় আঘাত হেনেছে ভয়াবহ হারিকেন ‘ইসাইয়াস’। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল নয়টার দিকে হারিকেনটি ক্যাটাগরি ১ শক্তি ধারণ করে উপকূলে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার- এনএইচসি’র বরাত দিয়ে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
 
এনএইচসি’র বিবৃতিতে জানানো হয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠছে। তবে ক্যারিবীয় অঞ্চলে বাধা পেয়ে ক্রান্তীয় এই ঘূর্ণিঝড়ের শক্তি অনেকটাই কমে গেছে।

যদিও ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনএইচসি জানিয়েছে, ‘ইসাইয়াস’ এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এতে হালকা বন্যার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর এই নিয়ে যুক্তরাষ্ট্রে নয়টি ঘূর্ণিঝর আঘাত হানল। করোনা ভাইরাস মহামারির মধ্যে নতুন আরেক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি