ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:০৭, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তবে ওই মাদক ব্যবসায়ীর নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মহিষভাঙ্গা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টহলরত র‌্যাব সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীর গুলি বিনিময় হয়। এক পর্যায়ে এক মাদক ব্যবসায়ী নিহত হন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি