ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়ের ডেথ রেফারেন্সের নথি পৌছেছে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়

প্রকাশিত : ১৫:২২, ২২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২২, ২২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ের ডেথ রেফারেন্সের নথি পৌছেছে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। পেপার বুক তৈরি হলে খুব দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ কথা জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের রেকর্ড পাঠানোর পর সুপ্রীম কোর্টের রেজিষ্ট্রার তা গ্রহন করে ক্রিমিনাল সেকশেন নথি ঠিক আছে কি না দেখে পেপার বুক তৈরির জন্য পাঠাবেন। পেপার বুক তৈরি হলে রাষ্ট্রপক্ষ, আদালতে উপস্থাপন করবে। সকালে নারায়নগঞ্জে জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন সংবাদ সম্মেলনে জানান, দুটি মামলার রায় ১৬৩ পাতা। তিনি আশা প্রকাশ করেন খুব দ্রুত এটি শুনানি হবে। গেল ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় প্রধান আসামি নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদন্ড দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি