নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও, ৭ দফা দাবি জুলাই বিপ্লবীদের
প্রকাশিত : ১৮:২১, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:২২, ১৭ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ঘেরাও করেছে জুলাই বিপ্লবের আন্দোলনকারী ছাত্ররা। জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা মূল আসামির গ্রেফতারসহ ৭ দফা দাবিতে স্লোগান দেয় তারা।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিতে এলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করে আন্দোলনকারী ছাত্ররা। এ সময় তারা দাবি আদায়ে বিক্ষোভ প্রদর্শন করে।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আশ্বাস দিয়ে স্থান ত্যাগ করেন।
দাবি উত্থাপন করে আন্দোলনকারীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার থানা থেকে ১৪০টি অস্ত্র উদ্ধার হওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে প্রশাসন মাত্র ১০০টি অস্ত্র উদ্ধার করতে পেরেছে, বাকি ৪০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এছাড়া রাইফেল ক্লাব থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রও এখনো উদ্ধার করা হয়নি, যা সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতে পারে। দ্রুত এসব অস্ত্র উদ্ধার করতে হবে এবং আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র কারা গ্রহণ করেছে, তা চিহ্নিত করে উদ্ধার করতে হবে।
তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ, ওসমান পরিবার ও তাদের দোসররা এখনো নারায়ণগঞ্জে অবস্থান করছে। তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ওসমান পরিবারের ব্যবসা-বাণিজ্য ও সাম্রাজ্য কারা পরিচালনা করছে, সে বিষয়ে প্রশাসনের কাছে তথ্য রয়েছে বলেও দাবি করেন তারা।
তাদের মতে, এই সাম্রাজ্যের অর্থ ব্যবহার করেই আন্দোলনকারীদের হত্যা ও হামলার চেষ্টা চলছে।
এ সময় তারা থানায় ও কোর্টে আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনের জন্য তদবির ও বৈষম্যবিরোধী হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ তুলে এসব কার্যক্রম বন্ধের দাবি জানান। থানা ও আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও আহ্বান জানান তারা।
এছাড়া গ্যাং কালচার প্রতিরোধে প্রশাসনের কঠোর ভূমিকা, মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিদেশি এসাসিনদের চিহ্নিত করে আটক, সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্ত হত্যা বন্ধে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়।
আন্দোলনকারীরা বলেন, জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত মূল আসামি এখনো গ্রেফতার হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। যদি সে ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
এসব দাবির জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক। দাবিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আহত শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
এ সময় তিনি জানান, হাদিকে গুলি করা মূল আসামি এখনো গ্রেফতার না হলেও তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একজন সহযোগীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীতে সাংবাদিকদের অস্ত্র বিষয়ে প্রশ্নের জবাবে ‘আলু’ নিয়ে বক্তব্য দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটি কৃষি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠান ছিল। কৃষকদের সমস্যা সাধারণত কেউ তুলে ধরে না বলেই সে বিষয়ে কথা বলা হয়েছিল।
তিনি আরও বলেন, এলাকায় থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কিনা, তা দেখার প্রয়োজন নেই। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বক্তব্য দেন জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আহ্বায়ক মাহফুজ খান, নিউ জেনারেশন বাংলাদেশ (এনজিবি) কেন্দ্রীয় আহ্বায়ক মেহেরাব হোসাইনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগরের একাধিক নেতা।
এএইচ
আরও পড়ুন










