ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

নারীদের প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২ মে ২০১৭

Ekushey Television Ltd.

দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থায়ীত্ব ধরে রাখতে পিছিয়ে পড়া নারীদের প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার। প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায় প্রকল্পে একাশি কোটি নব্বই লাখ টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এছাড়া মহাসড়ক প্রশস্তকরণ, সংযোগ সড়ক নির্মাণ, ও আশ্রয়ণ প্রকল্পসহ মোট পাঁচ হাজার সাতশ দশ কোটি নিরানব্বই লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেয় একনেক।

২০১৬-১৭ অর্থবছরের ২৫ তম একনেক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সভাপতিত্বে সভায় মহাসড়ক প্রশস্তকরণ, সংযোগ সড়ক নির্মাণ, আশ্রয়ণ ও প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ণ প্রকল্পসহ মোট ৬টি উত্থাপিত হয়। পরে একটি প্রকল্প সংশোধনের জন্য পাঠিয়ে বাকী পাঁচটির অনুমোদন দেয় একনেক।

পরে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত ব্যখ্যা করেন।

প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ণ প্রকল্প, পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পিক্ত করবে বলে জানান মুস্তফা কামাল।

প্রকল্পগুলো সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি