নারী চাকরিজীবীর মৃত্যুতে স্বামী পাবেন আজীবন পেনশন
প্রকাশিত : ১৪:৩৮, ১৫ নভেম্বর ২০১৮

পারিবারিক পেনশন সুবিধায় নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টি করল সরকার। এতদিন পুরুষ বেসামরিক সরকারি চাকরিজীবী মারা গেলে তার স্ত্রী আজীবন পারিবারিক পেনশন সুবিধা পেতেন। এখন থেকে কোনো নারী কর্মকর্তা বা কর্মচারীর মৃত্যু হলে তার স্বামীও এ সুবিধা পাবেন।
বুধবার অর্থ মন্ত্রণালয় এক সার্কুলারে এ সুবিধা চালুর বিষয়টি জানিয়েছে। এর আগে বিপত্নীক স্বামীরা সর্বোচ্চ ১৫ বছর পারিবারিক পেনশন সুবিধা পেতেন। এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিপত্নীক স্বামীর পুনরায় বিয়ে না করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। পুরুষ বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রীরা আজীবন পারিবারিক পেনশন সুবিধা আগে থেকেই পেয়ে আসছেন।
একজন সরকারি কর্মী অবসরে যাওয়ার সময় শেষ মাসের মূল বেতনের ৯০ শতাংশ প্রতি মাসে পেনশন সুবিধা পেয়ে থাকেন। পারিবারিক পেনশনভোগীরাও একই সুবিধা পেয়ে থাকেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা সেলের সর্বশেষ তথ্য মতে, বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর ২৭ ভাগ নারী। ২০১৬ সাল শেষে সারাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল ১৩ লাখ ৪২ হাজার ৪৫৩ জন। এর মধ্যে নারী কর্মী তিন লাখ ৬২ হাজার ২০৬ জন। মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট বিভাগের কর্মকর্তারা মনে করেন, সাম্প্রতিক সময়ে নারী কর্মীর হার আরও বেড়েছে।
এসএ/
আরও পড়ুন