ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নারী ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৩:০৪, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ময়মনসিংহ সদর উপজেলায় রেহানা বেগম (৪৫) নামে এক নারী ‘মাদক ব্যবসায়ী’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে কোতায়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।

রোববার ভোরে উপজেলার শানকিপাড়ার গন্দোপা নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রেহানা শানকিপাড়ার ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আজিজুল ইসলাম। রেহানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার ভোরে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার লাশ সনাক্ত করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্টে সিনেমা হলের পেছনে জমজমাট মাদকের কারবার করতেন রেহেনা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি