ঢাকা, সোমবার   ০৪ ডিসেম্বর ২০২৩

নাশকতা মামলায় বাগাতিপাড়া জামায়াতের আমীর গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ২০ নভেম্বর ২০২৩

নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর আফজাল হোসেনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে পেড়াবাড়িয়া বাজারের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জামায়াত আমীর আফজাল হোসেন পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও পেড়াবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু খান জামায়াত নেতা আফজাল হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আফজাল হোসেনকে নাশকতার মামলায় রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি