ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

না ফেরার দেশে গীতিকবি আশেক মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৫২, ২১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আর নেই। তিনি আজ শনিবার (২১ জানুয়ারি) ভোরে মারা গেছেন। তিনি তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না’-এর গীতিকবি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরেক নন্দিত গীতিকবি কবির বকুল। 

কবির বকুল বলেন, “গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আজ ভোরবেলা আমাদের ছেড়ে চলে গেছেন। আজ বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।”

গীতিকবি সৈয়দ আশেক মাহমুদের লেখা আরও কিছু গান হলো- রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’। গানগুলোর সুরকার প্রণব ঘোষ। এছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক গুণী ও জনপ্রিয় শিল্পীর জন্য গান লিখেছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’। এছাড়া গীতিকবিদের অনেকেও শোক জানিয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি