ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নিখোঁজের তিনদিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্রের

  ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও পৌর শহরের টাঙ্গন নদীর তীরে মারকাজ মসজিদের সামনে খালার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে পারভেজ আলম (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার তিনদিনেও সন্ধান মেলেনি। এদিকে ছেলেকে ফিরে না পেয়ে তার মা-বাবা অসুস্থ হয়ে শয্যায় পড়েছেন।
   
জানা যায়, পারভেজকে প্রতিদিন তার খালা বাসা থেকে শহরের আর্ট গ্যালারী মোড়ে গিয়ে বটতলাগামী গাড়িতে উঠিয়ে দিতেন। কিন্তু মঙ্গলবার সে একাই বাসা থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যায়। পারভেজ গত দুই বছর শহরে তার খালার বাসায় থেকে সদর উপজেলার রহিমানপুর মাদরাসাতুল হুদাতে চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করে আসছিল। সে পার্শ্ববর্র্তী দিনাজপুর জেলার বাসিন্দা সাদেকুল ইসলামের একমাত্র ছেলে। নিখোঁজের সময় পারভেজের পরনে ছিল, সবুজ রংয়ের পাঞ্জাবি-পায়জামা, লাল রংয়ের জ্যাকেট, সাদা রংয়ের টুপি, খয়েরি রংয়ের মাফলার। 

এ ব্যাপারে বৃহস্পতিবার তার মামা আকবর আলী সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন।

কেআই/আরকে    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি