ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

নিখোঁজের ২৩ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ২৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওজেলার বালিয়াডাঙ্গীতে গরুকে পানি খাওয়াতে গিয়ে পুকুরে ডুবে নিখোঁজ হয় আইনুল হক (৩০)। নিখোঁজের ২৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে রংপুর ডুবুরি দল। শনিবার দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হাউদা গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার জুম্মার নামাজের পর বাড়ির পার্শ্বে একটি পুকুরে গরুকে পানি খাওয়াতে যায় ওই এলাকার ফারুক হোসেনের ছেলে আইনুল হক। এক পর্যায়ে সে পানিতে পরে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে রংপুরের ডুবুরী দলকে খবর দেয়।

শনিবার সকালে ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আইনুলের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবককে উদ্ধার কাজে সহযোগিতা করছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, আইনুলের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশের প্রয়োজনীয় কাজ শেষে মরদেহ দাফন করার ব্যবস্থা করা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি