ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত : ৩১ জুলাই সংলাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৯ জুলাই ২০১৭ | আপডেট: ২০:৫৬, ৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ ধরনের কাজকে অন্তর্ভুক্ত করে রোডম্যাপ (কর্মপরিকল্পনা) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ৩১ জুলাই থেকে সংলাপ শুরু হবে।

রোববার আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ইসির বৈঠকে এই রোডম্যাপ চূড়ান্ত করা হয় বলে কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান।

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন বৈঠকে অন্যান্য কমিশনার ও  ইসি সচিব উপস্থিত ছিলেন।

রোডম্যাপ চূড়ান্ত হওয়ার বিষয়য়ে ইসি সচিব বলেন, ‘একদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, কমিশন সেটা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। কর্মপরিকল্পনায় ৭ ধরনের কাজের কথা বলা হয়েছে। এই কাজ করতে ৪ জন কমিশনারের নেতৃত্বে ৪টি কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৭টি কাজের মধ্যে রয়েছে- আইনি কাঠামোগুলো পর্যালোচনা ও  সংস্কার, কর্ম-পরকিল্পনার ওপর পরার্মশ গ্রহণ, সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ,  জাতীয় পরচিয়পত্র প্রস্তুতকরণ ও বিতরণ, ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনতৈকি দলের নিবন্ধন ও নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা এবং নির্বাচনে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির  কার্যক্রম গ্রহণ।’

সংলাপের বিষয়ে ইসি সচিব বলেন, ‘সংলাপ শুরু হবে জুলাই মাস থেকেই। আগে ৩০ জুলাই সংলাপের চিন্তা হলেও ওই দিন সিইসি লন্ডন থেকে দেশে ফিরবেন। পরদিন ৩১ জুলাই বিকাল ৩টায় সুশীল সমাজের সঙ্গে সংলাপ হবে। আর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করব। আগামী সপ্তাহে সংলাপের সময়সীমা চূড়ান্ত করা হবে।’ এছাড়া ১৬ জুলাই এই কর্মপরিকল্পনাটি বই আকারে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

নির্বাচন কবে হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ২৮ জানুয়ারি। তার আগের ৯০দিনের মধ্যে নির্বাচন হবে। তবে নির্বাচন কবে হবে তা কর্মপরিকল্পনায় নির্দিষ্ট করে বলা হয়নি।’

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি