ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নিষেধাজ্ঞা সত্বেও মা ইলিশ নিধন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নিষেধাজ্ঞা সত্বেও দেশের বিভিন্ন নদ-নদীতে অবাধে শুরু হয়েছে মা ইলিশ নিধন। সরকারি সহায়তা না পাওয়া আর পদ্মা -মেঘনা, ব্রহ্মপুত্র- ধরলাসহ বিভিন্ন নদীতে প্রচুর ইলিশ দেখে বেপরোয়া হয়ে উঠেছে জেলেরা। তারা বলছে, পেটের দায়ে মাছ ধরতে বাধ্য হচ্ছে, তবে মৎস্য বিভাগের দাবি সফল হচ্ছে ইলিশ রক্ষা কার্যক্রম।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষা কার্যক্রম উপেক্ষা করে দলে দলে চাঁদপুরের পদ্মা-মেঘনায় নামছেন জেলেরা। নদী তীরবর্তী বিভিন্ন জায়গায় চলছে ইলিশ বেচাকেনা।

চরাঞ্চলের বাড়িগুলোতে মাছ কাটার দৃশ্য চোখে পড়ছে হরহামেশা। কোনোভাবেই যেনো বন্ধ করা যাচ্ছে না ইলিশ ধরা।

নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ ধরে সাজা পেয়েছেন জেলার প্রায় শতাধিক জেলে। তবে জেলেদের দাবি, বরাদ্দকৃত ২০ কেজি খাদ্য সহায়তা না পাওয়ায় ঝুঁকি নিয়েই নদীতে নামছেন তারা।

এদিকে ইলিশ রক্ষা কর্মসূচি সফল বলে দাবি করেছে মৎস্য বিভাগ।

অন্যদিকে কুড়িগ্রামেও চলছে ইলিশ আহরণ। জেলেরা বলছেন, পদ্মা-যমুনা ব্রহ্মপুত্র হয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ চলে যাচ্ছে ভারতের আসাম রাজ্যে। ভারতীয় জেলেরা সীমান্তগুলোতে ইলিশ ধরায় ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে চলছে অবাধ বেচাকেনা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি