ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

‘নেটওয়ার্ক’র ট্রেলার প্রকাশ

প্রকাশিত : ১৫:২৮, ১৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

প্রকাশ পেয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘নেটওয়ার্ক’র ট্রেলার। সপ্তাশ্ব বসু পরিচালিত এই সিনেমায় শাশ্বত অভিনীত চরিত্রটি প্রতিশোধ নেওয়ার খেলায় একটি রিয়েলিটি শো আয়োজন করে। এই শো তার কাছে প্রতিশোধ নেওয়ার শেষ সুযোগ। সারা জীবন তার সঙ্গে অনেক প্রতারণা হয়েছে। তেমনই এক প্রতারক সহকারীও এই শো-এর প্রতিযোগী। ক্যামেরার সামনে থাকতে থাকতে ক্রমাগত অস্বস্তি ঘিরে ধরে সেই সহকারীকে। আর প্রতিশোধের খেলায় একটু একটু করে মেতে ওঠেন পর্দার শাশ্বত।

ট্রেলারে গম্ভীর গলায় শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা গেছে, ‘সন্ধান কর। না হলে সবশুদ্ধু নিখোঁজ হয়ে যাবে।’

সপ্তাশ্বর সঙ্গে যৌথ ভাবে এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রিনি ঘোষ। শাশ্বত ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, দর্শনা বণিক, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ।

একটি বিশেষ চরিত্রে রয়েছেন সায়নী ঘোষ। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে এই সিনেমাটি।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি