ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত : ১৭:৩০, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামে হাঁস খোঁজাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতরা জানান, কালিয়ার বড়নাল গ্রামের আনোয়ার শেখের ছেলে মামুন দীর্ঘদিন যাবত বড়নাল বিলের জলাশয়ে হাঁস পালন করছেন। পাশাপাশি একই গ্রামের সলেমান শেখের ছেলে ইকরামুলও হাঁস পালন করেন। হঠাৎ করে মামুনের হাঁসের খামার থেকে কয়েকটি হাঁস হারিয়ে গেলে ইকরামুলের বাড়িতে খুঁজতে যান। এ নিয়ে ইকরামুলের সঙ্গে মামুনের কথা কাটাকাটির সূত্রপাত  হয়। এক পর্যায়ে দুই পরিবারের লোকজনসহ তাদের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

এতে উভয়পক্ষের খায়রুল শেখ (১৩), রমিম শেখ (১৮), খোকন শিকদার (২২), মামুন শেখ (২৫), জামাল মোল্যা (৩০), ইকরামুল শেখ (৩০), খাঁজা শেখসহ (৬০) অন্তত ১০ জন আহত হয়েছেন।

কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন বলেন, দুই পক্ষের মারামারির ঘটনা ঘটলেও এখনও কেউ অভিযোগ করেনি।

কেআই/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি