ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

নড়াইলে নাতনির বিরুদ্ধে নানিকে হত্যার অভিযোগ

প্রকাশিত : ১৮:২৭, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সরোল-বাগডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাতনির বিরুদ্ধে নানি হাজেরা বেগমকে (৯০) গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ৪ জানুয়ারি গভীর রাতে বৃদ্ধা হাজেরাকে ঘর থেকে তুলে নিয়ে বাড়ির পাশে বিলের মধ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত হাজেরা বাগডাঙ্গা গ্রামের আমির হোসেনের স্ত্রী।

নিহত হাজেরার ছেলে আকরাম অভিযোগ করে বলেন, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে ভাগ্নে আলিজানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় এক মাস আগে দুইপক্ষের মারামারিতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। এর জের ধরে আলিজান আমার মাকে হত্যা করেছে বলে ধারণা করছি।

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, এলাকার সামাজিকতা ও একটি রাস্তার জমি নিয়ে নিহত হাজেরা বেগমের পরিবারের সঙ্গে নাতনি আলিজানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বৃদ্ধা হাজেরাকে ঘর থেকে তুলে নিয়ে বাড়ির পাশে বিলে মধ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আলিজান পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

কেআই/ এসএইচ/   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি