ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

নড়াইলে ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতা আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ২৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইল-যশোর সড়কের হাতিরবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ১৯ বোতল ফেনসিডিলসহ সবুজ মন্ডল (২৪) ও আক্তার মন্ডলকে (৩০) আটক করা হয়।

আটককৃত সবুজ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গোয়ালপাড়ার আলাউদ্দিন মন্ডলের ছেলে এবং আক্তার চুয়াডাঙ্গার একই থানার নতুনপাড়ার ফকির চাঁদ মন্ডলের ছেলে।

ওসি আশিকুর রহমান জানান, আটককৃত দুই মাদকবিক্রেতা চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এনে বাসযোগে মুন্সিগঞ্জের মাওয়াঘাটে দিকে যাচ্ছিল। পথিমধ্যে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।  

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, নড়াইলে মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে। এ ব্যাপারে কোনও ছাড় দেওয়া চলবে না। সবার সহযোগিতায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এদিকে গত সোমবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আসানুর মোল্যাকে (৩২) আটক করে ডিবি পুলিশ। আসানুর কালিয়ার কালডাঙ্গা গ্রামের আলফু মোল্যার ছেলে। এর আগে গত ১৬ অক্টোবর রাতে নড়াইলের মহাজন বাজার এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ রফিকুল মোল্যা (২৬) নামে এক যুবককে আটক করে ডিবি পুলিশ। রফিকুল লোহাগড়া উপজেলার চরমঙ্গলপুর গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে।

একে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি