পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে
প্রকাশিত : ১০:৩৬, ১৮ ডিসেম্বর ২০২৫
পৌষের শুরুতেই পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। সপ্তাহজুড়ে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা ওঠানামা করছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সন্ধ্যার পর শীতল বাতাস ও ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে জেলার হাজারো দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের।
এরই মধ্য জেলা প্রশাসনের উদ্যোগে ৮ হাজার ৭শ’ কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে আরো জানায়, আরও ৬৫ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন










