ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

পদ্মা সেতু দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টিকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন

প্রকাশিত : ১৬:৪৬, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১৬:৪৬, ২০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

পদ্মা সেতুর নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের অগ্রগতি প্রতিবেদন দেয়ার জন্য সরকারকে আরো দেড় মাস সময় দিয়েছে হাইকোর্ট। আগামী ৭ মে এর মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেন । যোগাযোগ অবকাঠামো খাতে দেশের সবচে বড় প্রকল্প পদ্মাসেতুর কাজ শুরুর আগেই দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। প্রকল্পের তদারকির পাঁচ কোটি ডলারের কাজ পেতে এসএনসি-লাভালিনের কর্মীরা ২০১০ ও ২০১১ সালে বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে মামলা হয় কানাডার আদালতে। সম্প্রতি আদালতে প্রমাণ হয়, প্রকল্পে দুর্নীতির কোনো ষড়যন্ত্রই হয়নি তা ছিলো পুরোটাই গুজব। এ অবস্থায় ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে ইনকোয়েরি অ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী তদন্ত কমিশন গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট। সোমবার এ বিষয়ে প্রতিবেদন দেয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষ ৮ সপ্তাহের সময় আবেদন করেন। পরে আদালত আগামী ৭ মে‘র মধ্যে তা জমা দেয়ার নির্দেশ দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি