ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

পবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের কনফারেন্স ও গেট টুগেদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ৩ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের একাডেমিক কনফারেন্স ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

গত ১ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টায়  কুয়াকাটায় গ্রাভার ইন ইন্টারন্যাশনাল হোটেলের কনফারেন্স কক্ষে  ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের দু'দিনব্যাপী একাডেমিক কনফারেন্স ও ফ্যামিলি গেট টুগেদার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এর সহকারী অধ্যাপক তারিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ, তাদের  বাবা-মা, স্পাউস, ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। কনফারেন্সে একাডেমিক নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান , প্রফেসর জাকির হোসেন ও বর্তমান ডিন প্রফেসর আবুল বাশার খান।  

মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল থেকে পবিপ্রবি ক্যাম্পাস হয়ে কুয়াকাটা যাত্রা শুরু হয়। যাত্রা পথে গান, সমুদ্র সৈকতে ফুটবল খেলা, বালিশ নিক্ষেপ, গোল বারে বল নিক্ষেপ, ছেলে-মেয়েদের  অংশগ্রহণে  ট্যালেন্ট শো অনুষ্ঠান সবাই দারুণভাবে উপভোগ করেছে। অনুষদের ডিন প্রফেসর আবুল বাশার খান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি