ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

পরিবারের বাধায় বন্ধ জুলাই শহীদ শ্রাবণের মরদেহ উত্তোলন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৬, ৬ মে ২০২৫

Ekushey Television Ltd.

পরিবারের আপত্তির মুখে কবর থেকে উত্তোলন করা যায়নি বৈষম‍্যবিরোধী আন্দোলনে সাভারে শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ।

আজ মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের জন্য সাভারের ডেইরি ফার্মের  কবরস্থানে যান ম্যাজিস্ট্রেট, মামলার তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

এ সময় তার পরিবারের তীব্র আপত্তির মুখে কবর থেকে উত্তোলনের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার।

মামলার সুষ্ঠু তদন্ত এবং সুবিচার নিশ্চিত করার স্বার্থে ম্যাজিস্ট্রেট ছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

লাশ উত্তোলনের ব‍্যাপারে নিহত শ্রাবন গাজীর বাবা ও মা আপত্তি জানালে তারা কার্যক্রম বন্ধ রাখেন। পরে আপত্তির একটি লিখিত আবেদন দেন তারা।

উল্লেখ্য, মো. শ্রাবণ গাজী (২০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকার মো. মান্নান গাজী ও শাহনাজ বেগম দম্পতির একমাত্র ছেলে। দুই ভাই-বোনের মধ্যে শ্রাবণ ছিল বড়। মালয়েশিয়ার টুঙ্কু আব্দুল রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন শ্রাবণ। তিনি গত ১৬ জুলাই দেশে আসেন।

ঘটনার দিন গত ৫ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ছাত্র-জনতার যেই পদযাত্রা শুরু হয়, সেই পদযাত্রার অগ্রভাগে ছিলেন শ্রাবণ। পদযাত্রাটি সাভারে পৌঁছানোর পর হঠাৎ একটি গুলি এসে শ্রাবণের মাথায় লাগলে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ ব‍্যাপারে নিহতের বাবা মান্নান গাজী বাদী হয়ে গত ২২ আগষ্ট আশুলিয়া থানায় একটি হত্যা মামলা (নং-৮) দায়ের করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি