পর্দার আগে মাঠের যুদ্ধে ‘দহন’ ও ‘মিস্টার বাংলাদেশ’
প্রকাশিত : ১৪:১৩, ৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:২৮, ৬ নভেম্বর ২০১৮
				
					ঢালিউডে মু্ক্তির অপেক্ষায় রয়েছে দুই সিনেমা। একটি হচ্ছে ‘দহন’। অপরটি ‘মিস্টার বাংলাদেশ’। তবে পর্দায় মুখোমুখি হওয়ার আগে দুই সিনেমার শিল্পী ও কলাকুশলীরা ভিন্ন ভাবে সামনাসামনি আসছেন। তারা আয়োজন করেছে একটি ক্রিকেট ম্যাচ।
সিনেমা দুটির প্রচার প্রচারণার অংশ হিসেবেই এই ক্রিকেট লড়াই। জাজ মাল্টিমিডিয়া এবং মিস্টার বাংলাদেশ টিম যৌথভাবে এই ম্যাচের আয়োজন করেছে।
‘মিস্টার বাংলাদেশ’ সিনেমার নায়ক খিজির হায়াত খান ও ‘দহন’ সিনেমার প্রযোজক আবদুল আজিজ গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।
জাজের কর্ণধার প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘আগামী ১৩ নভেম্বর মাঠে নামবে ‘মিস্টার বাংলাদেশ’ ও ‘দহন’ টিম। ভেন্যু হিসেবে মিরপুর ইনডোর স্টেডিয়াম করতে চেয়েছিলাম কিন্তু তা এখনও চূড়ান্ত হয়নি। ভ্যানু পরিবর্তন হতে পারে। তবে খেলা হবে। ১০-১০ মোট ২০ ওভারে খেলা হবে।
এসএ/
				        
				    









