ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পশ্চিমা দেশগুলো চায় না সিরিয়ার শরণার্থীরা দেশে ফিরুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৪ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সিরিয়ার শরণার্থীরা যাতে দেশে ফিরতে না পারে সেজন্য পশ্চিমা দেশগুলো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ।

সিরিয়া-রাশিয়া মন্ত্রী পর্যায়ের যৌথ সমন্বয় কমিটির বৈঠকে একথা বলেন ফয়সাল আল-মিকদাদ। বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এই বৈঠক শুরু হয়েছে।

মিকদাদ জোর দিয়ে জানান, তার সরকার উদ্বাস্তুদের দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এবং দেশের পুণর্গঠনে ভূমিকা রাখার জন্য তিনি শরণার্থীদের দেশে ফিরে আসার আহ্বান জানান। 

তিনি আরো বলেন, “আমেরিকা ও তার মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ার তেল ও গম লুটপাট করছে। পাশাপাশি সিরিয়ার বিভিন্ন অংশে তেল এবং গম পৌঁছানোর ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছে।”

ফয়সাল আল-মিকদাদ জোর দিয়ে বলেন, “যেসব দেশ সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কাছে দামেস্ক কখনো আত্মসমর্পণ করবে না।”
সূত্র: পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি