ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতীয় বিমানের জন্য বিশেষ নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:২৫, ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর বেশকিছু পদক্ষেপের জবাবে পাকিস্তান যেসব সিদ্ধান্ত নেয়, তার মধ্যে একটি হলো ভারতীয় বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। এর ফলে ভারতের আন্তর্জাতিক বিমান চলাচল প্রভাবিত হচ্ছে।

এই পরিস্থিতিতে ভারতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন’ (ডিজিসিএ) বিমান সংস্থাগুলোর উদ্দেশে বাধ্যতামূলক আডভাইজরি জারি করেছে।

সেখানে জানানো হয়েছে, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক উড়ানের জন্য বেশি সময় লাগছে, বিশেষ করে দিল্লিসহ উত্তর ভারতীয় শহরগুলো থেকে যে সমস্ত বিমান আন্তর্জাতিক সফর করে তাদের ক্ষেত্রে।

ডিসিজিএ জানিয়েছে, বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে যাত্রীদের ফ্লাইট সম্পর্কিত সঠিক তথ্য দিতে হবে এবং যাত্রা শুরুর সময় যাত্রীদের খাবার ও পানীয়ের সুবিধা দিতে হবে।

পাশাপাশি বিমান সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে, তারা যেন যাত্রীদের আকাশসীমার বিধিনিষেধের পরিবর্তিত রুট, উড়ানের বর্ধিত সময় এবং পথে অন্যান্য স্টপওভার সম্পর্কে সমস্ত তথ্য সরবরাহ করে।

এছাড়াও দীর্ঘ সময়ের আকাশ ভ্রমণের কথা বিবেচনা করে বিমান সংস্থাগুলোকে পর্যাপ্ত সংখ্যক মেডিকেল কিট রাখার এবং বিমানবন্দরে চিকিৎসা সম্পর্কিত ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

অন্যদিকে সংশ্লিষ্ট কলসেন্টারগুলোকে বিমানের সফরের দেরি ও অন্যান্য বিষয়ে যাত্রীদের জানানো, তাদের সব রকম সাহায্য করা, কানেক্টিং ফ্লাইট মিস হলে বা অন্যান্য সুবিধা প্রদানে গাফিলতি হলে প্রয়োজনে ক্ষতিপূরণসহ সমস্ত বিষয় সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি