পাক-ভারত সীমান্তে গোলাগুলি
প্রকাশিত : ১০:৫১, ২৫ এপ্রিল ২০২৫

কাশ্মিরে সন্ত্রাসী হামলার কারণে তৈরি হওয়া চলমান সামরিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয় বলে সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
এনডিটি জানায়, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে।
ভারতীয় সামরিক সূত্রের দাবি, পাক সেনাবাহিনীর গুলির জবাবে ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকে পারমানবিক দুই দেশের মধ্যে এই গোলাগুলি হলো। এর আগে ইসলামাবাদ ও দিল্লি একে ওপরের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে।
আরও পড়ুন