পাক সেনাপ্রধানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, চলছে নানা কানাঘুষা
প্রকাশিত : ১২:৫২, ১০ মে ২০২৫ | আপডেট: ১৩:০১, ১০ মে ২০২৫

পেহেলগামে ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ ফোনালাপ হয় শুক্রবার (৯ মে)। শনিবার (১০ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ওই ফোনালাপে মার্কো রুবিও দুই দেশের উত্তেজনা প্রশমন এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে কূটনৈতিক পথে গঠনমূলক আলোচনা শুরুর আহ্বান জানান। একইসঙ্গে এই আলোচনায় মার্কিন সরকার সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
এর আগে চলতি সপ্তাহের শুরুতেই রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে পাকিস্তান সেই অভিযোগ নাকচ করে। এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে অভিযান চালায়। ভারত দাবি করে, অভিযানে বেশ কয়েকটি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়। তবে পাকিস্তান জানায়, ওই অভিযানে তাদের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ভারতের হামলায় নয়, বরং পাল্টা প্রতিরক্ষায় ভারতের ২টি যুদ্ধবিমান ভূপাতিত করে তারা। এর মধ্যে একটি ফ্রান্সের তৈরি রাফাল বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানান, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের তৈরি ভারতের ২৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
সবশেষ শনিবার (১০ মে) ভোরে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে। এর মাধ্যমে ভারতের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে পাকিস্তান। তবে ভারতের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা বেশিরভাগ হামলার চেষ্টা নস্যাৎ করতে সক্ষম হয়েছে এবং পাকিস্তানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।
যুক্তরাষ্ট্রের দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, চীনা প্রযুক্তির জে-১০ যুদ্ধবিমান দিয়ে ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান।
উল্লেখ্য, এ উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। এমন প্রেক্ষাপটে রুবিও ও মুনিরের এই ফোনালাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এসএস//
আরও পড়ুন