পারস্পরিক অংশীদারিত্ব নিশ্চিত করতে সায়েন্স ডিপ্লোমেসির তাগিদ
প্রকাশিত : ১৬:০৪, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৯:০৯, ৩০ মে ২০১৭

জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন দেশের পার¯পরিক অংশীদারিত্ব নিশ্চিত করতে সায়েন্স ডিপ্লোমেসির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ভিয়েনায় অঅন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি শীর্ষক সম্মেলনে তিনি একথা বলেন। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আইএই’র সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন শেখ হাসিনা।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএই এর ৬০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনা আন্তর্জাতিক কেন্দ্রে আয়োজিত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান শীর্ষক এ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সরকারও এজন্যে সায়েন্স ডিপ্লোমেসির উদ্ভাবন করেছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা।
কৃষি, খাদ্য, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু খাতের মানোন্নয়নে আনবিক শক্তির ব্যবহারের উপকারিতার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
বাংলাদেশের নিউক্লিয়ার বিদ্যুত উৎপাদন কর্মসুচির দিকে পা বাড়ানোর কথা উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, ১’শ ৬০ মিলিয়ন মানুষের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ নিরাপদ, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে লাভজনক নিউক্লিয়ার এনার্জি সোর্স ব্যবহার করবে। এটি বাংলাদেশের উন্নয়নের দ্বার খুলে দেবে, উৎপাদন সক্ষমতা বাড়াবে।
আনবিক শক্তির শক্তিপূর্ণ ব্যবহারে নিরলস কাজ তার সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।
আরও পড়ুন