ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পায়রা বন্দরের নিরাপত্তায় কোস্ট গার্ডের বিশেষ মহড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ৪ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২২:২১, ৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গত ৩ সেপ্টেম্বর থেকে আজ ৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পায়রা বন্দরে কোস্ট গার্ডের বিশেষ মহড়া পরিচালনা করা হয়। উক্ত মহড়া উদ্বোধনে কোস্ট গার্ডের মহাপরিচালক  রিয়ার এডমিরাল এম আশরাফুল হক পায়রা বন্দরে উপস্থিত থেকে স্বশরীরে পরিদর্শন করেন। 

এসময় পায়রা পোর্টের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল এবং কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

মহড়ায় পায়রা বন্দরে চলাচলরত জাহাজ সমুহের নিরাপত্তা রক্ষার পাশাপাশি গুরুত্তপূর্ণ স্থাপনা সমূহ যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র , সার্ভিস জেটি এবং নির্মাণাধীন গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে কোস্ট গার্ডের কার্যক্রম সমুহ প্রদর্শন করা হয়।

এ মহড়ায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী, বিসিজিএস সোনার বাংলা, এইচপিবি বুড়িগঙ্গা এবং এইচপিবি শীতলক্ষা অংশগ্রহণ করে। বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উপকূলীয় এলাকায় অবৈধ চোরাচালান, জলদস্যুতা নির্মূল, অবৈধ মৎস আহরণ, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ নারী ও শিশু পাচার ইত্যাদি প্রতিরোধে কোস্টগার্ডের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি