ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

পুকুরের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৮, ১৩ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাদের মরদেহ ভেসে উঠে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। তবে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে থাকতো।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে সাকিব ও মানিক একসঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সাকিব-মানিকদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ উত্তর খাশিয়াল গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি